Upcoming event

আমাদের লক্ষ্য

২০০৮ সালে AESSK প্রতিষ্টার উদ্দ্যেশ্যে নিয়ে ২০০৯ সালে প্রথম রিইউনিয়ন, ২০১০ সালে দ্বিতীয় রিইউনিয়ন ও ২০১৭ সালে তৃতীয় রিইউনিয়ন এবং ২০২৩ সালে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আয়োজন করে। এ ছাড়া প্রতি বছরই সামাজিক দায়বদ্ধতায় - ক) দুস্থ ও অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তা। খ) শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ। গ) কর্মসংস্থানের লক্ষ্যে রিক্সা, ভ্যান বিতরণ। ঘ) প্রাক রমজান, ইফতারি সামগ্রী বিতরণ। ঙ) বৃহত্তম দুর্যোগ করোনাকালীন সময়ে থেকে বর্তমান সময় পর্যন্ত খাবার ও নগদ অর্থ সাহায্য চলমান। চ) এ ছাড়া বর্তমান শিক্ষার্থীদের এবং প্রাক্তন শিক্ষকদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ছ) বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের বেতন সহায়তা ও AESSK SCHOLARSHIP চালু করা হয়েছে। ছাত্র ছাত্রীদের মনন বিকাশে AESSK আয়োজন করেছে সৃজনশীল লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা। বিভিন্ন ব্যাচের সাথে পারস্পরিক সম্পর্কোন্নয়ন ও দৃঢ়তা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ব্যাচের উদ্যোগে ব্রেকফাস্ট পার্টি, পিঠা উৎসব আয়োজন করা হচ্ছে। বিভিন্ন আনন্দ ভ্রমণ, বনভোজন, প্রীতি বিভিন্ন খেলা ( ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল) আয়োজন ছিল উল্লেখ করার মতো। সামাজিক বনায়নের অংশ হিসেবে বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন হিসেবে প্রভাতফেরি ও শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া সরকারি বিভিন্ন দিবস ও কর্মসূচিতে অংশগ্রহণ বিদ্যমান। AESSK এর সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধির জন্য সকল কার্যক্রম পরিচালনার জন্য aessk.org.bd ওয়েবসাইট চালু হয়েছে। যা, একটি ভার্সুয়াল অফিস

know more

Our Responsibility

Responsibility

Scholarship

শিক্ষা কার্যক্রম উন্নয়ন, মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য AESSK ২০২২ ইং শিক্ষাবর্ষ থেকে "AESSK SCHOLARSHIP" চালু করেছে । প্রাথমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে তাদের শিক্ষায় মনোযোগ এবং অনুপ্রেরণায় সহায়তার জন্য একটি সনদ, মুক্তিযুদ্ধ বিষয়ক একসেট বই এবং নগদ ২০,০০০/= (বিশ হাজার টাকা) প্রদান করেছে। ইনশাআল্লাহ, বর্তমান শিক্ষাবর্ষ থেকে বৃত্তির সংখ্যা ১০ থেকে ২০-এ বৃদ্ধি করা হয়েছে। অদূর ভবিষ্যতে বৃত্তি প্রাপ্তি ও সহায়তার পরিমান আরও বৃদ্ধি করা হবে। এই বৃত্তি প্রতিষ্ঠানের সাথে আরও সম্পৃক্ততা বৃদ্ধি এবং বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা ও মননশীলতার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করবে।

Responsibility

Help Current Students

সূচনা লগ্ন থেকেই বর্তমান শিক্ষার্থীদের সাথে AESSK এর ঘনিষ্ঠতা ও সম্পর্কোন্নয়ন বৃদ্ধির জন্য বিভিন্ন প্রীতি ম্যাচ ( ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল) আয়োজন অব্যাহত আছে। এ ছাড়া পুনর্মিলন, বনভোজন এবং আনন্দ ভ্রমণে বর্তমান শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহন নিশ্চিত করা হয়। করোনাকালীন সময়ে অস্বচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের বিদ্যালয় বকেয়া খাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চিকিৎসাখাতেও সাহায্য AESSK প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখনও সহায়তা অব্যাহত চলছে। এছাড়া আয়োজন করা হয় সৃজনশীল লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

Responsibility

Build Our Community

AESSK হলো, প্রাক্তন কুর্মিটোলা শাহীনের ছাত্র -ছাত্রীদের প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন শিক্ষাবর্ষের বিভিন্ন ব্যাচ (এসএসসি পরীক্ষার সন) বিদ্যমান। ব্যাচগুলোকে সুসংগঠিত ও এক সূতায় আবদ্ধ করার লক্ষ্যে ব্যাচ প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। এবং সকল ব্যাচের সাথেই ব্যাচ মিটিং এর মাধ্যমে AESSKএর সম্পর্কোন্নয়ন ও সহায়তা বৃদ্ধি পেয়েছে। সার্বিক সকল সহযোগিতায় যেন ব্যক্তি পরিচয় থেকে ব্যাচ পরিচয় স্বীকৃত হয়। বিভিন্ন সময়ে সংগঠিত পুণর্মিলনী, বনভোজন, আনন্দ ভ্রমণ, BREAKFAST PARTY, পিঠা উৎসব ও প্রীতি খেলাধুলার মাধ্যমে সকলের সাথে সকলেরই ভ্রাতৃত্ব বন্ধনের দৃঢ়তা বৃদ্ধি পাচ্ছে।

Funfact
1514

Members

Funfact
688

Photos

Funfact
50+

Events

Notice

সম্মানিত সদস্যগণ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ সম্পন্ন নিয়ে একটি মহল অনেক বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। গত ১২ মার্চ, ২০২২ ইং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শাহআলম-বাছেদ কমিটির আশ্বাসের ভিত্তিতে ২৫ মার্চ, ২২ সালে একটি অভিষেক অনুষ্ঠিত হয়। শাহআলম -বাছেদ কমিটি গঠনতন্ত্রের ১৫ (৭) ধারা মোতাবেক ১৫ দিনের মধ্যে বর্তমান কমিটির নিকট সকল দায়-দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা থাকলেও প্রায় ৩ মাস পর ১১ জুন, ২২ ইং আমাদের আংশিক দায়িত্ব হস্তান্তর করে। কিন্তু শাহআলম -বাছেদ কমিটির নিকট থেকে বর্তমান কমিটির নিকট ক্যাশ- ৮২৭৩ টাকা
ব্যাংক - ৬৫৪৩৬৪/- টাকা বুঝিয়ে দেন। বর্তমান কমিটি ১১ জুন,২২ইং থেকে আমাদের মেয়াদ শুরু হয়ে ১১ জুন, ২৪ ইং তারিখে মেয়াদ সম্পন্ন হবে বলেই কাজ শুরু করি। কিন্তু নির্বাচন পূর্ব সদস্য সংগ্রহ চাঁদা ও নির্বাচন নমিনেশন বিক্রি বাবদ প্রায় ১৭,০০,০০০/ ( সতের লক্ষ টাকা) পূর্নাঙ্গ হিসেব কার্যকরী পরিষদের মেয়াদ অবধি বুঝিয়ে দেন নাই। এছাড়া সকল সদস্য তথ্য ( সফট ও হার্ড কপি), অফিস ইনভেন্টরি শাহআলম-বাছেদ পরিষদকে বিভিন্ন মাধ্যমে হাজারও অনুরোধ করার পর কার্যকরী পরিষদের নিকট অদ্যবধী হস্তান্তর করেন নাই

সম্মানিত সদস্যগণ,
আপনাদের সকলের অবগতির জন্য যাচ্ছে যে,
বিগত ১১ মার্চ, ২২ইং তারিখে AESSK নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৩ মাস পর ১১ জুন, ২২ইংতারিখে পূর্বের কার্যনির্বাহী পরিষদ বর্তমান কার্যনির্বাহী পরিষদের নিকট দ্বায়িত্ব অর্পণ করেন, কিন্তু যথাযথভাবে পূর্ণাঙ্গ হস্তান্তর করে নাই। তথাপি বর্তমান কার্যনির্বাহী পরিষদ নানাবিধ বাধা অতিক্রম করে AESSK কে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে একটি শক্তিশালী সংগঠন হিসেবে উন্নিত করেন।
বেশ কিছু দিন যাবত কিছু উচ্ছৃঙ্খল সদস্য ব্যক্তিগত ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে AESSKকে ব্যবহার করার জন্য সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছেন এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করছে। এর ধারাবাহিকতায় AESSK অবগত হয় যে, AESSK এর সাধারণ সদস্যদের বিভ্রান্ত করে, সংগঠনের ক্ষতির লক্ষ্যে সেই সকল সদস্যগনসম্পূর্ণ বেআইনি ভাবে AESSK এর গঠনতন্ত্র অমান্য করে শপথ ভঙ্গ করিয়া নিজেদেরকে AESSK এডহক কমিটি হিসেবে ঘোষণা করে। এমতাবস্থায় অদ্য ১০ জুন, ২০২৪ ইং তারিখে নিয়মিত কার্যক্রম হিসেবে কার্যকরী পরিষদের জরুরি সভার মাধ্যমে নিম্নোক্ত উচ্ছৃঙ্খল সদস্যদেরকে AESSK এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮ অনুসারে AESSK এর সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।
১. আবুল হাসনাত, ব্যাচ ১৯৭৮, AESSK আইডি SK00297-L
২. জাহিদুর রহমান বাদল, ব্যাচ ১৯৮১, AESSK আইডি SK00047-L
৩. মোঃ আবু সাঈদ, ১৯৮৩ ব্যাচ AESSK আইডি SK00008-L
৪. মোঃ আবিদ হোসেন সারোয়ার, ব্যাচ ১৯৮৪ AESSK আইডি SK00006-L
৫. এসএম সালাউদ্দিন সিকদার, ব্যাচ ১৯৮৬, AESSK আইডি SK00150-L
৬. মির্জা মোহাম্মদ আবুল বাছেদ, ব্যাচ ১৯৯০, AESSK আইডি SK00012-L
উক্ত সদস্যগন AESSKএর কোন কার্যক্রমে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব করিতে পারিবেন না।
AESSK এর সকল সদস্যগনকে উক্ত ব্যক্তিবর্গের সাথে সকল প্রকার লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো এবং উক্ত সদস্যগণ দ্বারা AESSK ক্ষতিগ্রস্ত হলে, AESSK প্রচলিত আইনে উক্ত সদস্যগনেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য হইবে।
অনুলিপি ও কার্যার্থে :
উপ পরিচালক, জেলা সমাজ সেবা অধিদপ্তর, ঢাকা।

জরুরি নোটিশ ঃ
আসসালামু আলাইকুম।
এতদ্বারা AESSK এর কার্যকরী কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১০ জুন ২০২৪, সোমবার বিকাল ৫ টায় বনানীর AESSK কার্যালয়ে কার্যকরী পরিষদের জরুরী সভা আহবান করছি। সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি।

আলোচ্য সূচী ঃ
১। সাম্প্রতিক সময়ে কিছু উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ প্রসঙ্গে 

ধন্যবাদান্তে।

নওশাদ নাফিজ লিপু
সভাপতি
AESSK
আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, AESSK গঠনতন্ত্র পরিপন্থী বিভিন্ন কর্মকান্ড, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন ফোরামে AESSK কে হেয় প্রতিপন্ন করার জন্য AESSKকার্যনির্বাহী পরিষদ ইতিমধ্যে সংগঠনের বেশ কিছু সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। এর প্রেক্ষিত AESSK এর বেশকিছু সম্মানিত সাধারণ সদস্য অনুরোধ করছেন AESSK যে সকল সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে তার সত্যতা কি!! উক্ত বিষয়ে আগামী ২৬ জুলাই ২০২৪ ইং তারিখে সাধারণ সভায় সাধারণ সদস্যদের সকল তথ্য প্রমাণ উপস্থাপন করা হবে। তারপরও সাধারণ সদস্যদের আগ্রহের প্রেক্ষিতে প্রাথমিক কিছু বিষয় অবগত করা হলো ঃ -
সাবেক নির্বাচন কমিশনার মোঃ হাবীব হোসেন চৌধুরী, ব্যাচ ১৯৭৮ এর সংশ্লিষ্টতায় নির্বাচন ইঞ্জিনিয়ারিং নিয়ে তথ্য দেয়া হলো।
ক. নির্বাচন কমিশনার থাকাকালীন সময়ে, জনাব হাবিব হোসেন তৎকালীন নির্বাহী পরিষদের সদস্য বাদ দিয়ে ২০২২ এর নির্বাচন অংশ গ্রহণকারী ০২ জন প্রার্থী দিয়ে একই নির্বাচনের ব্যালট পেপার মুদ্রন সহ অন্যান্য যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন।
খ. নির্বাচনের আগের রাতে তৎকালীন নির্বাচন কমিশনার জনাব হাবিব হোসেন ২ জন নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীকে ব্যালটের সফট কপি সরবরাহ ও কাকে কাকে ভোট দিতে হবে, তা চিহ্নিত করে দেন।
গ. নির্বাচন তফসিল চলা কালিন প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর যে সব লিখিত অভিযোগ করেন, জনাব হাবিব হোসেন নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা সত্ত্বেও ২-৩ জন প্রার্থীর পক্ষ হয়ে অভিযোগ তৈরি ও উত্থাপনে সহায়তা করেন।
ঘ. জনাব হাবিব হোসেনের বিরুদ্ধে এ সকল অভিযোগ সত্য প্রমানিত হওয়ায়, নির্বাচনের দিন ১১ মার্চ,২০২২ এ সকাল ৮:৪৫ মিনিটে জনাব হাবিব হোসেনকে নির্বাচন কমিশন থেকে বহিষ্কৃত করা হয়।

* আসসালামু আলাইকুম *
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩১ মে, শুক্রবার অনুষ্ঠিত ব্যাচ প্রতিনিধি সম্মিলনে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক -
১. বার্ষিক সাধারণ সভার সম্ভাব্য তারিখ - ২৬ জুলাই, শুক্রবার, ২০২৪ ইং।
২. প্রাথমিক অনুমোদিত সদস্যগণ নির্ধারিত ফি প্রদান করে সাধারণ/মেয়াদি সদস্য হতে পারবেন। যারা, এখনও সদস্যপদ নবায়ন কিংবা ওয়েবসাইটে আপনার আইডির এর বিপরীতে ইউনিক পাসওয়ার্ড পাননি বা পূর্ণাঙ্গ তথ্য/ নিবন্ধন ফর্মের ত্রুটির জন্য নিবন্ধিত হতে পারেননি, তারা অনুগ্রহ করে আগামী ৩০ জুন, রবিবার পর্যন্ত প্রয়োজনীয় কাগজ ( এনআইডি ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি) ও প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত ফি ০১৮৯৪৪৩৮০৪০ (WhatsApp no.) এই নম্বরে বিকাশ করে সংগঠনকে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
সদস্য ফি :
মেয়াদি ফিঃ ১০০০০ টাকা
সাধারন সদস্যঃ ১০০০ টাকা(বছর প্রতি)।
৩. ১১ মার্চ, ২২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে যে ব্যালট জালিয়াতি সংগঠিত হয়েছিল তাতে নিম্নোক্ত সদস্যের সদস্য পদ কেন বাতিল হবেনা, এই মর্মে আগামী ৩০ দিনের মধ্যে লিখিত বা info@aessk.org.bd মেইলে কারণ দর্শানো জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।

ক. মোঃ হাবীব হোসেন চৌধুরী, ১৯৭৮ ব্যাচ, এসেক আইডি SK00005-L.

৪. সংগঠন থেকে আর্থিক সুবিধা গ্রহন করায় AESSK গঠনতন্ত্রের ধারা ৮ (জ) মোতাবেক নিম্ন সদস্যর সদস্য পদ কেন বাতিল হবে না এই মর্মে আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানো জন্য লিখিত বা info@aessk.org.bd মেইলে জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।

ক. মোহাম্মদ তারেক আমিন (পারভেজ), ১৯৮৮ ব্যাচ, এসেক আইডি SK00007-L

Latest Blogs