Notice
09 Nov 2023 সদস্যদের জ্ঞাতার্থে - AESSK নাম ও AESSK লোগো ব্যবহার করার নিয়ম
বিশেষ ঘোষণা
AESSK গঠনতন্ত্র ও পূর্ববর্তী রেজুলেশন মোতাবেক বিভিন্ন ব্যাচ বা ব্যক্তি নিজ ব্যানারে যে কোন অনুষ্ঠান করতে পারবে। কিন্তু AESSK এর ব্যানার বা লোগো ব্যবহার করতে হলে AESSK কে Organizer ( সংগঠক) / Host (অতিথি সেবক) হিসেবে এবং ব্যাচ/ব্যক্তি Sponsor (পৃষ্ঠপোষক) হিসেবে উল্লেখ্য হবে।
উক্ত নিয়ম বহুদিন ধরে চলমান। এই নিয়ম পূর্বে কোন ব্যাক্তি/ ব্যাচ ভঙ্গ করেন নাই।
AESSK এর পক্ষ থেকে বিনীত অনুরোধ করা যাচ্ছে যে, AESSK এর বৃহত্তর স্বার্থে এবং সংগঠনকে সমুন্নত রাখতে সকলেই যেনো নিয়মটা মেনে চলি এবং সাংগঠনিক কাজে সহায়তা করি।
উক্ত নিয়মটি ভঙ্গ করলে, সংগঠন বিরোধী কার্যক্রম হিসেবে গণ্য হবে।
# পূর্বে সংগঠিত ব্যানার ও পোস্টের লেখা দেয়া হলো - AESSK GROUP Facebook ( 8th November, 2023)