All Notices

Alumni Needs enables you to harness the power of your alumni network. Whatever may be the need

Let's See

Notice

আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, AESSK গঠনতন্ত্র পরিপন্থী বিভিন্ন কর্মকান্ড, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন ফোরামে AESSK কে হেয় প্রতিপন্ন করার জন্য AESSKকার্যনির্বাহী পরিষদ ইতিমধ্যে সংগঠনের বেশ কিছু সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। এর প্রেক্ষিত AESSK এর বেশকিছু সম্মানিত সাধারণ সদস্য অনুরোধ করছেন AESSK যে সকল সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে তার সত্যতা কি!! উক্ত বিষয়ে আগামী ২৬ জুলাই ২০২৪ ইং তারিখে সাধারণ সভায় সাধারণ সদস্যদের সকল তথ্য প্রমাণ উপস্থাপন করা হবে। তারপরও সাধারণ সদস্যদের আগ্রহের প্রেক্ষিতে প্রাথমিক কিছু বিষয় অবগত করা হলো ঃ -
সাবেক নির্বাচন কমিশনার মোঃ হাবীব হোসেন চৌধুরী, ব্যাচ ১৯৭৮ এর সংশ্লিষ্টতায় নির্বাচন ইঞ্জিনিয়ারিং নিয়ে তথ্য দেয়া হলো।
ক. নির্বাচন কমিশনার থাকাকালীন সময়ে, জনাব হাবিব হোসেন তৎকালীন নির্বাহী পরিষদের সদস্য বাদ দিয়ে ২০২২ এর নির্বাচন অংশ গ্রহণকারী ০২ জন প্রার্থী দিয়ে একই নির্বাচনের ব্যালট পেপার মুদ্রন সহ অন্যান্য যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন।
খ. নির্বাচনের আগের রাতে তৎকালীন নির্বাচন কমিশনার জনাব হাবিব হোসেন ২ জন নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীকে ব্যালটের সফট কপি সরবরাহ ও কাকে কাকে ভোট দিতে হবে, তা চিহ্নিত করে দেন।
গ. নির্বাচন তফসিল চলা কালিন প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর যে সব লিখিত অভিযোগ করেন, জনাব হাবিব হোসেন নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা সত্ত্বেও ২-৩ জন প্রার্থীর পক্ষ হয়ে অভিযোগ তৈরি ও উত্থাপনে সহায়তা করেন।
ঘ. জনাব হাবিব হোসেনের বিরুদ্ধে এ সকল অভিযোগ সত্য প্রমানিত হওয়ায়, নির্বাচনের দিন ১১ মার্চ,২০২২ এ সকাল ৮:৪৫ মিনিটে জনাব হাবিব হোসেনকে নির্বাচন কমিশন থেকে বহিষ্কৃত করা হয়।