Notice
02 Jun 2024 ৩১ মার্চ, ২৪ ইং তারিখে অনুষ্ঠিত ব্যাচ প্রতিনিধি সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে
* আসসালামু আলাইকুম *
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩১ মে, শুক্রবার অনুষ্ঠিত ব্যাচ প্রতিনিধি সম্মিলনে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক -
১. বার্ষিক সাধারণ সভার সম্ভাব্য তারিখ - ২৬ জুলাই, শুক্রবার, ২০২৪ ইং।
২. প্রাথমিক অনুমোদিত সদস্যগণ নির্ধারিত ফি প্রদান করে সাধারণ/মেয়াদি সদস্য হতে পারবেন। যারা, এখনও সদস্যপদ নবায়ন কিংবা ওয়েবসাইটে আপনার আইডির এর বিপরীতে ইউনিক পাসওয়ার্ড পাননি বা পূর্ণাঙ্গ তথ্য/ নিবন্ধন ফর্মের ত্রুটির জন্য নিবন্ধিত হতে পারেননি, তারা অনুগ্রহ করে আগামী ৩০ জুন, রবিবার পর্যন্ত প্রয়োজনীয় কাগজ ( এনআইডি ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি) ও প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত ফি ০১৮৯৪৪৩৮০৪০ (WhatsApp no.) এই নম্বরে বিকাশ করে সংগঠনকে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
সদস্য ফি :
মেয়াদি ফিঃ ১০০০০ টাকা
সাধারন সদস্যঃ ১০০০ টাকা(বছর প্রতি)।
৩. ১১ মার্চ, ২২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে যে ব্যালট জালিয়াতি সংগঠিত হয়েছিল তাতে নিম্নোক্ত সদস্যের সদস্য পদ কেন বাতিল হবেনা, এই মর্মে আগামী ৩০ দিনের মধ্যে লিখিত বা info@aessk.org.bd মেইলে কারণ দর্শানো জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।
ক. মোঃ হাবীব হোসেন চৌধুরী, ১৯৭৮ ব্যাচ, এসেক আইডি SK00005-L.
৪. সংগঠন থেকে আর্থিক সুবিধা গ্রহন করায় AESSK গঠনতন্ত্রের ধারা ৮ (জ) মোতাবেক নিম্ন সদস্যর সদস্য পদ কেন বাতিল হবে না এই মর্মে আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানো জন্য লিখিত বা info@aessk.org.bd মেইলে জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।
ক. মোহাম্মদ তারেক আমিন (পারভেজ), ১৯৮৮ ব্যাচ, এসেক আইডি SK00007-L