All Notices

Alumni Needs enables you to harness the power of your alumni network. Whatever may be the need

Let's See

Notice

*** আসসালামু আলাইকুম ***
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
ইনশাআল্লাহ রমজান পূর্বেই বার্ষিক সাধারণ সভা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং পূর্নাঙ্গ ভোটার লিষ্ট প্রকাশ করা হবে। উক্ত সভায় শুধুমাত্র মেয়াদ (২০২৪ সন) সম্পন্ন সদস্যগণ অংশ গ্রহণ করতে পারবেন। প্রাথমিক অনুমোদিত সদস্যগণও নির্ধারিত ফি প্রদান করে সাধারণ/মেয়াদি সদস্য হতে পারবেন। যারা, এখনও সদস্যপদ নবায়ন কিংবা ওয়েবসাইটে আপনার আইডির এর বিপরীতে ইউনিক পাসওয়ার্ড পাননি বা পূর্ণাঙ্গ তথ্য/ নিবন্ধন ফর্মের ত্রুটির জন্য নিবন্ধিত হতে পারেননি, তারা অনুগ্রহ করে আগামী ২১-২৫ জানুয়ারি, প্রত্যেহ দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত নিম্নোক্ত স্থানে প্রয়োজনীয় কাগজ ( এনআইডি ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি) ও প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত ফি প্রদানকরে সংগঠনকে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
   সদস্য ফি :
মেয়াদি ফিঃ       ১০০০০ টাকা
সাধারন সদস্যঃ  ১০০০ টাকা(বছর প্রতি)
ঠিকানাঃ ক্লাব শাহীন লিমিটেড
বাসা-৫৫, সড়ক - ১৩, ব্লক-ডি, বনানী, ঢাকা।
** প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান।