Notice
05 Mar 2024 ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ কার্যকরী পরিষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত
গুরুত্বপূর্ণ ঘোষণা
সম্মানিত সদস্যগণ,
AESSK বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার সাবেক শিক্ষার্থীদের সংগঠন যা প্রতিষ্ঠালগ্ন থেকে সদস্যদের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার মাধ্যমে একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে। AESSK তার সদস্যদের কল্যাণার্থে ও সামাজিক দায়বদ্ধতায় একত্রিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে আজ সমাজ ও রাষ্ট্রে সূদৃঢ় অবস্থান সৃষ্টি করেছে। এমতাবস্থায় বিগত ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ইং অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সংগঠনে আরো গতিশীল ও জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করার লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
১। AESSK সদস্যদের মর্যাদা বৃদ্ধি, সদস্য পদ নিরাপদ করা ও একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়ণের জন্য AESSK সকল সদস্যদের প্রয়োজনীয় তথ্য AESSK website (aessk.org.bd) এ সন্নিবেশিত করার লক্ষ্যে একাধিক বার সংগঠনের সামাজিক মাধ্যম AESSK GROUP এ নোটিশ প্রদানের পরও কিছু সদস্য কোন তথ্য প্রদান বা আপডেট করেন নাই ইহাতে AESSK এর স্বাভাবিক কার্যক্রম বাঁধাগ্রস্ত হচ্ছে বিধায় উক্ত সদস্যদের নাম ও সদস্য পদ সদস্য তালিকা / ভোটার তালিকাতে সন্নিবেশিত করা সম্ভব হচ্ছে না । এমতাবস্থায়, যে সকল সদস্য এখনো প্রয়োজনীয় তথ্য প্রদান করে ওয়েবসাইটে aessk.org.bd সদস্য তথ্য আপডেট করেন নাই তাদের সদস্য পদ কেন স্থগিত হবে না এইমর্মে আগামী ৩০ দিনের মধ্যে কারন দর্শানো জন্য অনুরোধ করা হইলো।
২। AESSK এর দৃষ্টিগোচর হয়েছে যে, কার্যকরী পরিষদের কিছু উচ্ছৃঙ্খল সদস্য সাধারণ সদস্যদের বিভ্রান্ত করে AESSK এর ক্ষতি সাধনের জন্য প্যারালাল সংগঠন সৃষ্টি করা, ব্যক্তিগত প্রচারণায় সংগঠনকে ব্যবহার, রেজুলেশন খাতায় মিথ্যা তথ্য লিখন, রেজুলেশন খাতা সহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ কাগজ পত্রাদি AESSK অফিসে জমা না দিয়ে সাংগঠনিক কাজকে বাধাগ্রস্থ ও অসহযোগিতা করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠন সংশ্লিষ্ট মিথ্যা ও বানোয়াট প্রচারণায় অংশ গ্রহন করা এবং স্বাভাবিক সাংগঠনিক কাজের বিরোধিতা করা সহ দীর্ঘদিন যাবত AESSK বিরোধী কর্মকান্ডে লিপ্ত আছে। AESSK উক্ত বিষয়ে সংশ্লিষ্ট সদস্যদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করলেও তারা কোনরূপ কর্ণপাত করে নাই বিধায় গঠনতন্ত্রের ৮ এর (খ, চ, ছ) এর ধারা মোতাবেক নিম্নোক্ত সদস্যদের সদস্যপদ কেন বাতিল হবে না, এই মর্মে আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
ক. মোঃ রেজাউল হক হিরু, সহ সভাপতি
খ. মীর্জা মোহাম্মদ আবুল বাছেদ, সাধারণ সম্পাদক
গ. সাইফুল আজম খান নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক
ঘ. মোঃ মকদুম আলী খান পাপন, দপ্তর সম্পাদক।
৩। কার্যকরী পরিষদের বিগত ২৯ মার্চ ২০২২ ইং এ অনুষ্ঠিত সভায় ৭ সদস্য নিয়ে গঠিত অর্থ সংক্রান্ত উপ কমিটির পর্যবেক্ষণ মোতাবেক ২০১৯-২১ নির্বাচিত কার্যকরী পরিষদ বিগত জুলাই ২০২১- মার্চ ২০২২ পর্যন্ত এজিএম, পিকনিক, নির্বাচন ও অনান্য ব্যায় সংক্রান্তে অদ্যবধি কোনরুপ খাতওয়ারি হিসাব প্রদান করে নাই এবং যে সংক্ষিপ্ত প্রাথমিক হিসাব প্রদান করা হয়েছে, তাতে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়েছে। এ সকল অসংগতি দূরীকরণে নিম্নের ৩ জন সদস্যকে খাতওয়ারি হিসাব সহ সঠিক ব্যাখ্যা আগামী ৩০ দিনের মধ্যে প্রদান করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
ক. শাহ আলম চৌধুরী, সাবেক সভাপতি
খ. মির্জা মোহাম্মদ আবুল বাছেদ, সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক
গ. শাহনাজ বেগম, সাবেক অর্থ সম্পাদক।
উল্লেখ্য যে, অত্র নোটিশ অদ্য ০৪ মার্চ ২০২৪ ইং হইতে কার্যকর হইবে এবং যেই সকল সম্মানিত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে তাদেরকে লিখিত বা info@aessk.bd.org মেইলে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো। আরো উল্লেখ্য যে সকল সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করে হয়েছে; অভিযোগ নিরসন পূর্ব পর্যন্ত সদস্যপদ স্থগিত থাকিবে।
অনুলিপি ঃ জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা।