Notice
10 Jun 2024 গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে ব্যবস্থাগ্রহন প্রসঙ্গে
সম্মানিত সদস্যগণ,
আপনাদের সকলের অবগতির জন্য যাচ্ছে যে,
বিগত ১১ মার্চ, ২২ইং তারিখে AESSK নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৩ মাস পর ১১ জুন, ২২ইংতারিখে পূর্বের কার্যনির্বাহী পরিষদ বর্তমান কার্যনির্বাহী পরিষদের নিকট দ্বায়িত্ব অর্পণ করেন, কিন্তু যথাযথভাবে পূর্ণাঙ্গ হস্তান্তর করে নাই। তথাপি বর্তমান কার্যনির্বাহী পরিষদ নানাবিধ বাধা অতিক্রম করে AESSK কে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে একটি শক্তিশালী সংগঠন হিসেবে উন্নিত করেন।
বেশ কিছু দিন যাবত কিছু উচ্ছৃঙ্খল সদস্য ব্যক্তিগত ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে AESSKকে ব্যবহার করার জন্য সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছেন এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করছে। এর ধারাবাহিকতায় AESSK অবগত হয় যে, AESSK এর সাধারণ সদস্যদের বিভ্রান্ত করে, সংগঠনের ক্ষতির লক্ষ্যে সেই সকল সদস্যগনসম্পূর্ণ বেআইনি ভাবে AESSK এর গঠনতন্ত্র অমান্য করে শপথ ভঙ্গ করিয়া নিজেদেরকে AESSK এডহক কমিটি হিসেবে ঘোষণা করে। এমতাবস্থায় অদ্য ১০ জুন, ২০২৪ ইং তারিখে নিয়মিত কার্যক্রম হিসেবে কার্যকরী পরিষদের জরুরি সভার মাধ্যমে নিম্নোক্ত উচ্ছৃঙ্খল সদস্যদেরকে AESSK এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮ অনুসারে AESSK এর সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।
১. আবুল হাসনাত, ব্যাচ ১৯৭৮, AESSK আইডি SK00297-L
২. জাহিদুর রহমান বাদল, ব্যাচ ১৯৮১, AESSK আইডি SK00047-L
৩. মোঃ আবু সাঈদ, ১৯৮৩ ব্যাচ AESSK আইডি SK00008-L
৪. মোঃ আবিদ হোসেন সারোয়ার, ব্যাচ ১৯৮৪ AESSK আইডি SK00006-L
৫. এসএম সালাউদ্দিন সিকদার, ব্যাচ ১৯৮৬, AESSK আইডি SK00150-L
৬. মির্জা মোহাম্মদ আবুল বাছেদ, ব্যাচ ১৯৯০, AESSK আইডি SK00012-L
উক্ত সদস্যগন AESSKএর কোন কার্যক্রমে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব করিতে পারিবেন না।
AESSK এর সকল সদস্যগনকে উক্ত ব্যক্তিবর্গের সাথে সকল প্রকার লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো এবং উক্ত সদস্যগণ দ্বারা AESSK ক্ষতিগ্রস্ত হলে, AESSK প্রচলিত আইনে উক্ত সদস্যগনেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য হইবে।
অনুলিপি ও কার্যার্থে :
উপ পরিচালক, জেলা সমাজ সেবা অধিদপ্তর, ঢাকা।