All Notices

Alumni Needs enables you to harness the power of your alumni network. Whatever may be the need

Let's See

Notice

আসসালামু আলাইকুম।
বার্ষিক সাধারণ সভা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় যারা অংশ গ্রহণ করতে পারবেন-
· ক. আজীবন সদস্য
· খ. ২০২৪ মেয়াদ সম্পন্ন সাধারণ সদস্য।
· গ. সদস্য, যারা aessk.org.bd ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হয়েছেন।
যারা বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই অবশ্যই ১ ফেব্রুয়ারির মধ্যে aessk.org.bd ওয়েবসাইটে আপনার তথ্য সন্নিবেশিত করুন।
১ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ সম্পন্ন সদস্যগনই আসন্ন নির্বাচনে ভোটাধিকার করতে পারবেন।
আপনারা যারা, বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই নিচের ফর্মটি পূরণ করে সংগঠনের সার্বিক কাজে সহযোগিতা করবেন।
আপনার, সার্বিক সহযোগিতাই সংগঠনের উন্নতিতে সহায়ক। এ ছাড়া আপনাদের অনুরোধে ও সুবিধার্থে আগামী বৃহস্পতিবার পুনরায়
ক্লাব শাহীন লিমিটেড
বাসা-৫৫, সড়ক -১৩, ব্লক -ডি,
বনানীতে সরাসরি এসে আপনার তথ্য প্রদান, আপডেট করণ ও চাঁদা প্রদান করতে পারবেন।
বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী সকলকেই এই
ফর্ম লিংকটি পূরণ করিতে হবে। https://forms.gle/cD1LjaG9fLZbCkVw8