Notice
14 Jun 2024 ২য় কার্যকরী পরিষদের মেয়াদ প্রসঙ্গে
সম্মানিত সদস্যগণ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ সম্পন্ন নিয়ে একটি মহল অনেক বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। গত ১২ মার্চ, ২০২২ ইং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শাহআলম-বাছেদ কমিটির আশ্বাসের ভিত্তিতে ২৫ মার্চ, ২২ সালে একটি অভিষেক অনুষ্ঠিত হয়। শাহআলম -বাছেদ কমিটি গঠনতন্ত্রের ১৫ (৭) ধারা মোতাবেক ১৫ দিনের মধ্যে বর্তমান কমিটির নিকট সকল দায়-দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা থাকলেও প্রায় ৩ মাস পর ১১ জুন, ২২ ইং আমাদের আংশিক দায়িত্ব হস্তান্তর করে। কিন্তু শাহআলম -বাছেদ কমিটির নিকট থেকে বর্তমান কমিটির নিকট ক্যাশ- ৮২৭৩ টাকা
ব্যাংক - ৬৫৪৩৬৪/- টাকা বুঝিয়ে দেন। বর্তমান কমিটি ১১ জুন,২২ইং থেকে আমাদের মেয়াদ শুরু হয়ে ১১ জুন, ২৪ ইং তারিখে মেয়াদ সম্পন্ন হবে বলেই কাজ শুরু করি। কিন্তু নির্বাচন পূর্ব সদস্য সংগ্রহ চাঁদা ও নির্বাচন নমিনেশন বিক্রি বাবদ প্রায় ১৭,০০,০০০/ ( সতের লক্ষ টাকা) পূর্নাঙ্গ হিসেব কার্যকরী পরিষদের মেয়াদ অবধি বুঝিয়ে দেন নাই। এছাড়া সকল সদস্য তথ্য ( সফট ও হার্ড কপি), অফিস ইনভেন্টরি শাহআলম-বাছেদ পরিষদকে বিভিন্ন মাধ্যমে হাজারও অনুরোধ করার পর কার্যকরী পরিষদের নিকট অদ্যবধী হস্তান্তর করেন নাই
10 Jun 2024 গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে ব্যবস্থাগ্রহন প্রসঙ্গে
সম্মানিত সদস্যগণ,
আপনাদের সকলের অবগতির জন্য যাচ্ছে যে,
বিগত ১১ মার্চ, ২২ইং তারিখে AESSK নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৩ মাস পর ১১ জুন, ২২ইংতারিখে পূর্বের কার্যনির্বাহী পরিষদ বর্তমান কার্যনির্বাহী পরিষদের নিকট দ্বায়িত্ব অর্পণ করেন, কিন্তু যথাযথভাবে পূর্ণাঙ্গ হস্তান্তর করে নাই। তথাপি বর্তমান কার্যনির্বাহী পরিষদ নানাবিধ বাধা অতিক্রম করে AESSK কে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে একটি শক্তিশালী সংগঠন হিসেবে উন্নিত করেন।
বেশ কিছু দিন যাবত কিছু উচ্ছৃঙ্খল সদস্য ব্যক্তিগত ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে AESSKকে ব্যবহার করার জন্য সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছেন এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করছে। এর ধারাবাহিকতায় AESSK অবগত হয় যে, AESSK এর সাধারণ সদস্যদের বিভ্রান্ত করে, সংগঠনের ক্ষতির লক্ষ্যে সেই সকল সদস্যগনসম্পূর্ণ বেআইনি ভাবে AESSK এর গঠনতন্ত্র অমান্য করে শপথ ভঙ্গ করিয়া নিজেদেরকে AESSK এডহক কমিটি হিসেবে ঘোষণা করে। এমতাবস্থায় অদ্য ১০ জুন, ২০২৪ ইং তারিখে নিয়মিত কার্যক্রম হিসেবে কার্যকরী পরিষদের জরুরি সভার মাধ্যমে নিম্নোক্ত উচ্ছৃঙ্খল সদস্যদেরকে AESSK এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮ অনুসারে AESSK এর সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।
১. আবুল হাসনাত, ব্যাচ ১৯৭৮, AESSK আইডি SK00297-L
২. জাহিদুর রহমান বাদল, ব্যাচ ১৯৮১, AESSK আইডি SK00047-L
৩. মোঃ আবু সাঈদ, ১৯৮৩ ব্যাচ AESSK আইডি SK00008-L
৪. মোঃ আবিদ হোসেন সারোয়ার, ব্যাচ ১৯৮৪ AESSK আইডি SK00006-L
৫. এসএম সালাউদ্দিন সিকদার, ব্যাচ ১৯৮৬, AESSK আইডি SK00150-L
৬. মির্জা মোহাম্মদ আবুল বাছেদ, ব্যাচ ১৯৯০, AESSK আইডি SK00012-L
উক্ত সদস্যগন AESSKএর কোন কার্যক্রমে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব করিতে পারিবেন না।
AESSK এর সকল সদস্যগনকে উক্ত ব্যক্তিবর্গের সাথে সকল প্রকার লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো এবং উক্ত সদস্যগণ দ্বারা AESSK ক্ষতিগ্রস্ত হলে, AESSK প্রচলিত আইনে উক্ত সদস্যগনেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য হইবে।
অনুলিপি ও কার্যার্থে :
উপ পরিচালক, জেলা সমাজ সেবা অধিদপ্তর, ঢাকা।
09 Jun 2024 কার্যকরী পরিষদের সভা
জরুরি নোটিশ ঃ
আসসালামু আলাইকুম।
এতদ্বারা AESSK এর কার্যকরী কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১০ জুন ২০২৪, সোমবার বিকাল ৫ টায় বনানীর AESSK কার্যালয়ে কার্যকরী পরিষদের জরুরী সভা আহবান করছি। সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি।
আলোচ্য সূচী ঃ
১। সাম্প্রতিক সময়ে কিছু উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ প্রসঙ্গে
ধন্যবাদান্তে।
নওশাদ নাফিজ লিপু
সভাপতি
AESSK
08 Jun 2024 হাবীব হোসেন চৌধুরী, ব্যাচ ১৯৭৮ দ্বারা সংগঠিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে
আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, AESSK গঠনতন্ত্র পরিপন্থী বিভিন্ন কর্মকান্ড, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন ফোরামে AESSK কে হেয় প্রতিপন্ন করার জন্য AESSKকার্যনির্বাহী পরিষদ ইতিমধ্যে সংগঠনের বেশ কিছু সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। এর প্রেক্ষিত AESSK এর বেশকিছু সম্মানিত সাধারণ সদস্য অনুরোধ করছেন AESSK যে সকল সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে তার সত্যতা কি!! উক্ত বিষয়ে আগামী ২৬ জুলাই ২০২৪ ইং তারিখে সাধারণ সভায় সাধারণ সদস্যদের সকল তথ্য প্রমাণ উপস্থাপন করা হবে। তারপরও সাধারণ সদস্যদের আগ্রহের প্রেক্ষিতে প্রাথমিক কিছু বিষয় অবগত করা হলো ঃ -
সাবেক নির্বাচন কমিশনার মোঃ হাবীব হোসেন চৌধুরী, ব্যাচ ১৯৭৮ এর সংশ্লিষ্টতায় নির্বাচন ইঞ্জিনিয়ারিং নিয়ে তথ্য দেয়া হলো।
ক. নির্বাচন কমিশনার থাকাকালীন সময়ে, জনাব হাবিব হোসেন তৎকালীন নির্বাহী পরিষদের সদস্য বাদ দিয়ে ২০২২ এর নির্বাচন অংশ গ্রহণকারী ০২ জন প্রার্থী দিয়ে একই নির্বাচনের ব্যালট পেপার মুদ্রন সহ অন্যান্য যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন।
খ. নির্বাচনের আগের রাতে তৎকালীন নির্বাচন কমিশনার জনাব হাবিব হোসেন ২ জন নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীকে ব্যালটের সফট কপি সরবরাহ ও কাকে কাকে ভোট দিতে হবে, তা চিহ্নিত করে দেন।
গ. নির্বাচন তফসিল চলা কালিন প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর যে সব লিখিত অভিযোগ করেন, জনাব হাবিব হোসেন নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা সত্ত্বেও ২-৩ জন প্রার্থীর পক্ষ হয়ে অভিযোগ তৈরি ও উত্থাপনে সহায়তা করেন।
ঘ. জনাব হাবিব হোসেনের বিরুদ্ধে এ সকল অভিযোগ সত্য প্রমানিত হওয়ায়, নির্বাচনের দিন ১১ মার্চ,২০২২ এ সকাল ৮:৪৫ মিনিটে জনাব হাবিব হোসেনকে নির্বাচন কমিশন থেকে বহিষ্কৃত করা হয়।
02 Jun 2024 ৩১ মার্চ, ২৪ ইং তারিখে অনুষ্ঠিত ব্যাচ প্রতিনিধি সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে
* আসসালামু আলাইকুম *
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩১ মে, শুক্রবার অনুষ্ঠিত ব্যাচ প্রতিনিধি সম্মিলনে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক -
১. বার্ষিক সাধারণ সভার সম্ভাব্য তারিখ - ২৬ জুলাই, শুক্রবার, ২০২৪ ইং।
২. প্রাথমিক অনুমোদিত সদস্যগণ নির্ধারিত ফি প্রদান করে সাধারণ/মেয়াদি সদস্য হতে পারবেন। যারা, এখনও সদস্যপদ নবায়ন কিংবা ওয়েবসাইটে আপনার আইডির এর বিপরীতে ইউনিক পাসওয়ার্ড পাননি বা পূর্ণাঙ্গ তথ্য/ নিবন্ধন ফর্মের ত্রুটির জন্য নিবন্ধিত হতে পারেননি, তারা অনুগ্রহ করে আগামী ৩০ জুন, রবিবার পর্যন্ত প্রয়োজনীয় কাগজ ( এনআইডি ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি) ও প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত ফি ০১৮৯৪৪৩৮০৪০ (WhatsApp no.) এই নম্বরে বিকাশ করে সংগঠনকে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
সদস্য ফি :
মেয়াদি ফিঃ ১০০০০ টাকা
সাধারন সদস্যঃ ১০০০ টাকা(বছর প্রতি)।
৩. ১১ মার্চ, ২২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে যে ব্যালট জালিয়াতি সংগঠিত হয়েছিল তাতে নিম্নোক্ত সদস্যের সদস্য পদ কেন বাতিল হবেনা, এই মর্মে আগামী ৩০ দিনের মধ্যে লিখিত বা info@aessk.org.bd মেইলে কারণ দর্শানো জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।
ক. মোঃ হাবীব হোসেন চৌধুরী, ১৯৭৮ ব্যাচ, এসেক আইডি SK00005-L.
৪. সংগঠন থেকে আর্থিক সুবিধা গ্রহন করায় AESSK গঠনতন্ত্রের ধারা ৮ (জ) মোতাবেক নিম্ন সদস্যর সদস্য পদ কেন বাতিল হবে না এই মর্মে আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানো জন্য লিখিত বা info@aessk.org.bd মেইলে জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।
ক. মোহাম্মদ তারেক আমিন (পারভেজ), ১৯৮৮ ব্যাচ, এসেক আইডি SK00007-L
09 May 2024 বার্ষিক সাধারণ সভার স্থান, তারিখ ও সময় নির্ধারণ
গুরুত্বপূর্ণ ঘোষণা ;
আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৮ মে ২০২৪, বুধবার কার্যকরী পরিষদের নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক ইনশাআল্লাহ, আগামি ৩১ মে ২০২৪, শুক্রবার বিকাল ৫ টায় সকল ব্যাচের প্রতিনিধিদের নিয়ে "ব্যাচ প্রতিনিধি" সম্মিলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মিলনে কেবল মাত্র ব্যাচ প্রতিনিধিগনই অংশ গ্রহণ করতে পারবেন।
আলোচ্য বিষয় ঃ
১. বার্ষিক সাধারণ সভার স্থান, তারিখ ও সময় নির্ধারণ।
২. বার্ষিক সাধারণ সভা সংক্রান্ত বিষয়াবলী
স্থান ঃ ক্লাব শাহীন, বনানী, ঢাকা।
06 May 2024 কার্যকরী পরিষদের সভা
আসসালামু আলাইকুম।
এতদ্বারা AESSK এর কার্যকরী কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ মে ২০২৪, বুধবার বিকাল ৫ টায় বনানীর AESSK কার্যালয়ে কার্যকরী পরিষদের সভা আহবান করছি। সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি।
আলোচ্য সূচী ঃ
১। বার্ষিক সাধারণ সভা (AGM ) তারিখ, সময় ও স্থান নির্ধারণ।
ধন্যবাদান্তে।
নওশাদ নাফিজ লিপু
সভাপতি
AESSK
25 Mar 2024 কার্যকরী পরিষদের মিটিং
আসসালামু আলাইকুম।
এতদ্বারা AESSK এর কার্যকরী কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০ মার্চ ২০২৪, শনিবার বিকাল ৫ টায় বনানীর AESSK কার্যালয়ে কার্যকরী পরিষদের সভা আহবান করছি। সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি।
আলোচ্য সূচী ঃ
১। বার্ষিক সাধারণ সভা (AGM )
২। ২০২১-২২ ও ২০২২-২৩ এর অডিট প্রসঙ্গে।
৩। বিবিধ
ধন্যবাদান্তে।
নওশাদ নাফিজ লিপু
সভাপতি
AESSK
05 Mar 2024 ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ কার্যকরী পরিষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত
গুরুত্বপূর্ণ ঘোষণা
সম্মানিত সদস্যগণ,
AESSK বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার সাবেক শিক্ষার্থীদের সংগঠন যা প্রতিষ্ঠালগ্ন থেকে সদস্যদের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার মাধ্যমে একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে। AESSK তার সদস্যদের কল্যাণার্থে ও সামাজিক দায়বদ্ধতায় একত্রিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে আজ সমাজ ও রাষ্ট্রে সূদৃঢ় অবস্থান সৃষ্টি করেছে। এমতাবস্থায় বিগত ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ইং অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সংগঠনে আরো গতিশীল ও জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করার লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
১। AESSK সদস্যদের মর্যাদা বৃদ্ধি, সদস্য পদ নিরাপদ করা ও একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়ণের জন্য AESSK সকল সদস্যদের প্রয়োজনীয় তথ্য AESSK website (aessk.org.bd) এ সন্নিবেশিত করার লক্ষ্যে একাধিক বার সংগঠনের সামাজিক মাধ্যম AESSK GROUP এ নোটিশ প্রদানের পরও কিছু সদস্য কোন তথ্য প্রদান বা আপডেট করেন নাই ইহাতে AESSK এর স্বাভাবিক কার্যক্রম বাঁধাগ্রস্ত হচ্ছে বিধায় উক্ত সদস্যদের নাম ও সদস্য পদ সদস্য তালিকা / ভোটার তালিকাতে সন্নিবেশিত করা সম্ভব হচ্ছে না । এমতাবস্থায়, যে সকল সদস্য এখনো প্রয়োজনীয় তথ্য প্রদান করে ওয়েবসাইটে aessk.org.bd সদস্য তথ্য আপডেট করেন নাই তাদের সদস্য পদ কেন স্থগিত হবে না এইমর্মে আগামী ৩০ দিনের মধ্যে কারন দর্শানো জন্য অনুরোধ করা হইলো।
২। AESSK এর দৃষ্টিগোচর হয়েছে যে, কার্যকরী পরিষদের কিছু উচ্ছৃঙ্খল সদস্য সাধারণ সদস্যদের বিভ্রান্ত করে AESSK এর ক্ষতি সাধনের জন্য প্যারালাল সংগঠন সৃষ্টি করা, ব্যক্তিগত প্রচারণায় সংগঠনকে ব্যবহার, রেজুলেশন খাতায় মিথ্যা তথ্য লিখন, রেজুলেশন খাতা সহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ কাগজ পত্রাদি AESSK অফিসে জমা না দিয়ে সাংগঠনিক কাজকে বাধাগ্রস্থ ও অসহযোগিতা করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠন সংশ্লিষ্ট মিথ্যা ও বানোয়াট প্রচারণায় অংশ গ্রহন করা এবং স্বাভাবিক সাংগঠনিক কাজের বিরোধিতা করা সহ দীর্ঘদিন যাবত AESSK বিরোধী কর্মকান্ডে লিপ্ত আছে। AESSK উক্ত বিষয়ে সংশ্লিষ্ট সদস্যদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করলেও তারা কোনরূপ কর্ণপাত করে নাই বিধায় গঠনতন্ত্রের ৮ এর (খ, চ, ছ) এর ধারা মোতাবেক নিম্নোক্ত সদস্যদের সদস্যপদ কেন বাতিল হবে না, এই মর্মে আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
ক. মোঃ রেজাউল হক হিরু, সহ সভাপতি
খ. মীর্জা মোহাম্মদ আবুল বাছেদ, সাধারণ সম্পাদক
গ. সাইফুল আজম খান নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক
ঘ. মোঃ মকদুম আলী খান পাপন, দপ্তর সম্পাদক।
৩। কার্যকরী পরিষদের বিগত ২৯ মার্চ ২০২২ ইং এ অনুষ্ঠিত সভায় ৭ সদস্য নিয়ে গঠিত অর্থ সংক্রান্ত উপ কমিটির পর্যবেক্ষণ মোতাবেক ২০১৯-২১ নির্বাচিত কার্যকরী পরিষদ বিগত জুলাই ২০২১- মার্চ ২০২২ পর্যন্ত এজিএম, পিকনিক, নির্বাচন ও অনান্য ব্যায় সংক্রান্তে অদ্যবধি কোনরুপ খাতওয়ারি হিসাব প্রদান করে নাই এবং যে সংক্ষিপ্ত প্রাথমিক হিসাব প্রদান করা হয়েছে, তাতে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়েছে। এ সকল অসংগতি দূরীকরণে নিম্নের ৩ জন সদস্যকে খাতওয়ারি হিসাব সহ সঠিক ব্যাখ্যা আগামী ৩০ দিনের মধ্যে প্রদান করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
ক. শাহ আলম চৌধুরী, সাবেক সভাপতি
খ. মির্জা মোহাম্মদ আবুল বাছেদ, সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক
গ. শাহনাজ বেগম, সাবেক অর্থ সম্পাদক।
উল্লেখ্য যে, অত্র নোটিশ অদ্য ০৪ মার্চ ২০২৪ ইং হইতে কার্যকর হইবে এবং যেই সকল সম্মানিত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে তাদেরকে লিখিত বা info@aessk.bd.org মেইলে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো। আরো উল্লেখ্য যে সকল সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করে হয়েছে; অভিযোগ নিরসন পূর্ব পর্যন্ত সদস্যপদ স্থগিত থাকিবে।
অনুলিপি ঃ জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা।
25 Feb 2024 কার্যকরী পরিষদের সভা
আসসালামু আলাইকুম।
এতদ্বারা AESSK এর কার্যকরী কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার বিকাল ৫ টায় বনানীর AESSK কার্যালয়ে কার্যকরী পরিষদের সভা আহবান করছি। সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি।
আলোচ্য সূচী ঃ
১। গঠনতন্ত্র
২। বার্ষিক সাধারণ সভা (AGM )
৩। ২০২১-২২ ও ২০২২-২৩ এর অডিট প্রসঙ্গে।
ধন্যবাদান্তে।
নওশাদ নাফিজ লিপু
সভাপতি
AESSK
28 Jan 2024 বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারীর জ্ঞাতার্থে
আসসালামু আলাইকুম।
বার্ষিক সাধারণ সভা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় যারা অংশ গ্রহণ করতে পারবেন-
· ক. আজীবন সদস্য
· খ. ২০২৪ মেয়াদ সম্পন্ন সাধারণ সদস্য।
· গ. সদস্য, যারা aessk.org.bd ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হয়েছেন।
যারা বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই অবশ্যই ১ ফেব্রুয়ারির মধ্যে aessk.org.bd ওয়েবসাইটে আপনার তথ্য সন্নিবেশিত করুন।
১ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ সম্পন্ন সদস্যগনই আসন্ন নির্বাচনে ভোটাধিকার করতে পারবেন।
আপনারা যারা, বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই নিচের ফর্মটি পূরণ করে সংগঠনের সার্বিক কাজে সহযোগিতা করবেন।
আপনার, সার্বিক সহযোগিতাই সংগঠনের উন্নতিতে সহায়ক। এ ছাড়া আপনাদের অনুরোধে ও সুবিধার্থে আগামী বৃহস্পতিবার পুনরায়
ক্লাব শাহীন লিমিটেড
বাসা-৫৫, সড়ক -১৩, ব্লক -ডি,
বনানীতে সরাসরি এসে আপনার তথ্য প্রদান, আপডেট করণ ও চাঁদা প্রদান করতে পারবেন।
বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী সকলকেই এই
ফর্ম লিংকটি পূরণ করিতে হবে। https://forms.gle/cD1LjaG9fLZbCkVw8
17 Jan 2024 বার্ষিক সাধারণ সভা ও সদস্য নবায়ন
*** আসসালামু আলাইকুম ***
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
ইনশাআল্লাহ রমজান পূর্বেই বার্ষিক সাধারণ সভা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং পূর্নাঙ্গ ভোটার লিষ্ট প্রকাশ করা হবে। উক্ত সভায় শুধুমাত্র মেয়াদ (২০২৪ সন) সম্পন্ন সদস্যগণ অংশ গ্রহণ করতে পারবেন। প্রাথমিক অনুমোদিত সদস্যগণও নির্ধারিত ফি প্রদান করে সাধারণ/মেয়াদি সদস্য হতে পারবেন। যারা, এখনও সদস্যপদ নবায়ন কিংবা ওয়েবসাইটে আপনার আইডির এর বিপরীতে ইউনিক পাসওয়ার্ড পাননি বা পূর্ণাঙ্গ তথ্য/ নিবন্ধন ফর্মের ত্রুটির জন্য নিবন্ধিত হতে পারেননি, তারা অনুগ্রহ করে আগামী ২১-২৫ জানুয়ারি, প্রত্যেহ দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত নিম্নোক্ত স্থানে প্রয়োজনীয় কাগজ ( এনআইডি ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি) ও প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত ফি প্রদানকরে সংগঠনকে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
সদস্য ফি :
মেয়াদি ফিঃ ১০০০০ টাকা
সাধারন সদস্যঃ ১০০০ টাকা(বছর প্রতি)
ঠিকানাঃ ক্লাব শাহীন লিমিটেড
বাসা-৫৫, সড়ক - ১৩, ব্লক-ডি, বনানী, ঢাকা।
** প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান।
18 Dec 2023 কার্যকরী পরিষদের সভা
আসসালামু আলাইকুম।
এতদ্বারা AESSK এর কার্যকরী কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার বিকাল ৫ টায় বনানীর AESSK কার্যালয়ে কার্যকরী পরিষদের সভা আহবান করছি। সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি।
আলোচ্য সূচী ঃ
১। গঠনতন্ত্র
২। বার্ষিক সাধারণ সভা (AGM )
ধন্যবাদান্তে।
নওশাদ নাফিজ লিপু
সভাপতি
AESSK
03 Dec 2023 নোটিশ ঃ পিকনিক ও বার্ষিক সাধারণ সভা
পিকনিক
আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
২ ডিসেম্বর ২০২৩, শনিবার কার্যকরী পরিষদেরনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক ইনশাআল্লাহ, আগামি ১৬ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার AESSK এর উদ্যোগে পিকনিক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৯৭৪ থেকে ২০২৪ ব্যাচের যে কোন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারবর্গ নির্ধারিত ফি প্রদান করে পিকনিকে অংশগ্রহণ করতে পারবেন এবং সমপরিমাণ ফি দিয়ে অতিথি নিতে পারবেন।
শীঘ্রই ভেনু ও চাঁদা প্রদানের পদ্ধতি জানিয়ে দেয়া হবে।
** অতিদ্রুত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বার্ষিক সাধারণ সভার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
30 Nov 2023 কার্যকরী পরিষদের সভা
আসসালামু আলাইকুম।
এতদ্বারা AESSK এর কার্যকরী কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২ ডিসেম্বর ২০২৩, শনিবার বিকাল ৫ টায় বনানীর AESSK কার্যালয়ে কার্যকরী পরিষদের সভা আহবান করছি। সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি।
আলোচ্য সূচী ঃ
১। বার্ষিক সাধারণ সভা (AGM )
২। বিবিধ
ধন্যবাদান্তে
নওশাদ নাফিজ লিপু
সভাপতি
AESSK
17 Nov 2023 নিজস্ব আইডি তৈরির নিয়ম/পদ্ধতি, যাদের আইডি তৈরি হয়নি
সম্মানিত এসেক সদস্যবৃন্ধ/ ভাই ও বোনেরা,
আপনারা নিশ্চয় অবগত হয়েছেন যে AESSK WEBSITE (aessk.org.bd) চালু হয়েছে।
নিম্ন ছকে বর্ণিত ভাইও বোনদের তথ্য পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায়, ওয়েবসাইটে আপনার আইডি তৈরি করা সম্ভব হয় নি। আপনাকে ওয়েবসাইটে যেয়ে, আপনার তথ্য দিয়ে আপনার নিজস্ব আইডি তৈরি করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদ
পোস্টের লেখা দেয়া হলো - AESSK GROUP Facebook ( 17th November, 2023)
09 Nov 2023 সদস্যদের জ্ঞাতার্থে - AESSK নাম ও AESSK লোগো ব্যবহার করার নিয়ম
বিশেষ ঘোষণা
AESSK গঠনতন্ত্র ও পূর্ববর্তী রেজুলেশন মোতাবেক বিভিন্ন ব্যাচ বা ব্যক্তি নিজ ব্যানারে যে কোন অনুষ্ঠান করতে পারবে। কিন্তু AESSK এর ব্যানার বা লোগো ব্যবহার করতে হলে AESSK কে Organizer ( সংগঠক) / Host (অতিথি সেবক) হিসেবে এবং ব্যাচ/ব্যক্তি Sponsor (পৃষ্ঠপোষক) হিসেবে উল্লেখ্য হবে।
উক্ত নিয়ম বহুদিন ধরে চলমান। এই নিয়ম পূর্বে কোন ব্যাক্তি/ ব্যাচ ভঙ্গ করেন নাই।
AESSK এর পক্ষ থেকে বিনীত অনুরোধ করা যাচ্ছে যে, AESSK এর বৃহত্তর স্বার্থে এবং সংগঠনকে সমুন্নত রাখতে সকলেই যেনো নিয়মটা মেনে চলি এবং সাংগঠনিক কাজে সহায়তা করি।
উক্ত নিয়মটি ভঙ্গ করলে, সংগঠন বিরোধী কার্যক্রম হিসেবে গণ্য হবে।
# পূর্বে সংগঠিত ব্যানার ও পোস্টের লেখা দেয়া হলো - AESSK GROUP Facebook ( 8th November, 2023)
03 Nov 2023 কার্যকরী পরিষদের সভা
আসসালামু আলাইকুম।
এতদ্বারা AESSK এর কার্যকরী কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ নভেম্বর ২০২৩, বুধবার বিকাল ৫ টায় বনানীর AESSK কার্যালয়ে কার্যকরী পরিষদের সভা আহবান করছি। কার্যকরী পরিষদের সকলকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি।
আলোচ্য সূচী ঃ
১। বার্ষিক সাধারণ সভা (AGM )
২। AESSK বৃত্তি
৩। বিবিধ
ধন্যবাদান্তে
নওশাদ নাফিজ লিপু
সভাপতি
AESSK
19 Oct 2023 AESSK ওয়েব সাইট উদ্বোধন (www.aessk.org.bd)
ইনশাআল্লাহ, আগামী ২৭ অক্টোবর, অক্টোবর সন্ধ্যা ৭ টা থেকে সকল কার্যক্রম এই ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হবে।
18 Oct 2023 বার্ষিক সাধারণ সভা- ২০২১-২০২২, ২০২২-২০২৩
শুধু মাত্র আজীবন সদস্য ও ২০২৩ মেয়াদী সম্পন্ন সদস্যগন অংশগ্রহণ করতে পারবেন।