Notice
14 Jun 2024 ২য় কার্যকরী পরিষদের মেয়াদ প্রসঙ্গে
সম্মানিত সদস্যগণ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ সম্পন্ন নিয়ে একটি মহল অনেক বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। গত ১২ মার্চ, ২০২২ ইং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শাহআলম-বাছেদ কমিটির আশ্বাসের ভিত্তিতে ২৫ মার্চ, ২২ সালে একটি অভিষেক অনুষ্ঠিত হয়। শাহআলম -বাছেদ কমিটি গঠনতন্ত্রের ১৫ (৭) ধারা মোতাবেক ১৫ দিনের মধ্যে বর্তমান কমিটির নিকট সকল দায়-দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা থাকলেও প্রায় ৩ মাস পর ১১ জুন, ২২ ইং আমাদের আংশিক দায়িত্ব হস্তান্তর করে। কিন্তু শাহআলম -বাছেদ কমিটির নিকট থেকে বর্তমান কমিটির নিকট ক্যাশ- ৮২৭৩ টাকা
ব্যাংক - ৬৫৪৩৬৪/- টাকা বুঝিয়ে দেন। বর্তমান কমিটি ১১ জুন,২২ইং থেকে আমাদের মেয়াদ শুরু হয়ে ১১ জুন, ২৪ ইং তারিখে মেয়াদ সম্পন্ন হবে বলেই কাজ শুরু করি। কিন্তু নির্বাচন পূর্ব সদস্য সংগ্রহ চাঁদা ও নির্বাচন নমিনেশন বিক্রি বাবদ প্রায় ১৭,০০,০০০/ ( সতের লক্ষ টাকা) পূর্নাঙ্গ হিসেব কার্যকরী পরিষদের মেয়াদ অবধি বুঝিয়ে দেন নাই। এছাড়া সকল সদস্য তথ্য ( সফট ও হার্ড কপি), অফিস ইনভেন্টরি শাহআলম-বাছেদ পরিষদকে বিভিন্ন মাধ্যমে হাজারও অনুরোধ করার পর কার্যকরী পরিষদের নিকট অদ্যবধী হস্তান্তর করেন নাই